.                (গীতি-কবিতা)  
      
            আমার মনের নবীন মাঝি
       রঙীন মেঘের পাল তুলেছে আজি ।
          হাওয়ায় ভেসে হাল ছেড়েছে
           কোথায় যাবে জানে না সে !
                
         পাগল হাওয়ায় দিক ভুলিলে !
           কেন রে তুই হাল ছাড়িলে ?
            ছিড়ে গেলে ঘুড়ির বাঁধন
        পূর্ণ কি আর হয় কোন সাধন !
            
              ওপার  যে অনেক দূরে
         থাকবে কি রে তুই, পথে পড়ে !

        (রচনাকালঃ ১৯৯০।)














.