বছর গড়াতেই, কেঁদে কয় (দুলালের বউ) মঙ্গলা-
কোথায় চাকুরী, ঠাকুরপো! কোথায়- ঘরের কামলা;
তোমরা না বলেছিলে-
দুই-ই জুটবে, বছর গেলে!
দেবর হেসে কয়- ও সবই তো জুমলা !

(রচনাকালঃ ২৩-০৭-২০১৮।)






.