কে গো তুমি, আসো মনে নিশার স্বপনে
আপনার মনখানি আপনি রাঙায়ে !
এসেছিলে সেই কবে, আমার ভূবনে
বালক বেলায়, হাত দু’খানি বাড়ায়ে ;
গেলে যে চলে কৈশোরে- কোন অভিমানে!
খুঁজিনু যৌবনে আমি তোমায় যে কত !
মায়া হয়ে দেখা দিলে; কায়া হয়ে প্রাণে-
দিলে ব্যথা; তবু ছায়া আজো হেরি- যত!
বহু রূপ রেখে তুমি জীবনের বাঁকে,
দাঁড়ালে যখন, মোর হৃদয়ের পাশে-
মুকুতা হ'ল সে কবে- অশ্রু ভেবে যাকে
রেখেছি গোপনে দূরে এ জগৎ সকাশে !
এত রূপ, ওগো! দেখি নি তো এ জনম !
প্রথম দেখিলে প্রেমে- সে'ই কি প্রথম ?
রচনাকালঃ ১৯-১১-২০১৭ ও
০১-১২-২০১৭।
.