মৃত্যুকে মর্যাদা দিতে গিয়ে
আমি প্রতিনিয়ত উঠছি বেঁচে, পরম তেজে ।  
মাতৃ-জঠরে নাড়ির বন্ধন ছিঁড়ে
লিখিত হল আমার-  শুভ জন্ম-ক্ষণ ।  
সরল–নাদান শৈশবকে বিদায় জানিয়ে
আমার কৈশোরে পদার্পণ;  
আর- কৈশোরের চঞ্চল-চপল দিন
হারিয়ে আমার এ দুর্বার যৌবন ।
এভাবেই, এক-একটা মৃত্যুর সাথে
হেণ্ড-স্যেক করে এগিয়ে চলছি আমি-
চলছে  আমার চলমান জীবন ।

মৃত্যুই আসলে, সৃষ্টি জুড়ে-
এনে দিচ্ছে বৈচিত্রময় সুন্দর
আর নূতনের স্বাদ ;  তাই, মৃত্যুর আগে-
তা'কে দিয়ে যাই জীবনের
খোলা চিঠি,  কলম-চাপা-

ওগো মরণ ! ওগো মোহন মরণ !
নব যুগের নব দিনের আগমনী গানে
দেখিয়ে যেও মোরে-

মহানন্দময় মুক্তির পথ ।

(KGP31012001&
THUM18052017)



.