অরণ্য- কবে ছেড়ে এসেছে মানুষ
তাই অরণ্যে গিয়ে, কেউ কাঁদে না আর-
অরণ্যই কাঁদে; সন্তান-স্নেহে পাঠায় অম্লজান
হাওয়া- ভেলায়...
মাটি থেকে জীবন-রস যারা নিতে জানে
তারা বেলাভূমি আবাদ করেও পায় আনন্দ;
তাদের প্রত্যাশা কম; রস-আহরণ-শৈলীতে
এমনই তারা- প্রিয় বৃক্ষকূলকে কখনও দেয় না
ধংসের দিকে ঠেলে
প্রত্যাশা যাদের অপরিসীম
তাদেরই দৃষ্টি নিবদ্ধ থাকে অরণ্য-গর্ভে ;
উন্নয়নের নামে বৃক্ষের মূলোচ্ছেদ করে
খান্ত হয় না, দেয়-
অরণ্যের গায়ে
আগুন
এক আত্মঘাতী কর্ম ... নয় কি বল ?
(রচনাকালঃ ০৫-০৯-২০১৯ ।)
.