(কিশোর কাব্য)
দেশী কুকুর এক- নাম তার টম ;
অল্পতে তুষ্ট রাখা কঠিন ছিল একদম।
পিঠে ছিল তার গোটা ক'টা টাক,
লেজে আবার মস্ত লোম এক ঝাঁক।
নিত্য পাপা তারে করাতেন স্নান,
তবুও ছাড়তো না গা'র বিদঘুটে ঘ্রাণ ।
সকাল বিকেল প্রায়ই পেত উচ্ছিষ্ট
ফেলতো না ভেবে সে উৎকৃষ্ট ।
খেয়ে পরে, পাড়তো আয়াসের ডাক
তা'ছাড়া তার ছিল না কোন হাঁকডাক।
চোর ! সে তো ভীষণ ভয় হত তার-
লুকায়ে নীরব সে প্যেকিং-বাক্সে কোথায়!
খাওয়া শেষ হলে পরে তার
আর দেখা পাওয়া ছিল ভার ;
সমস্ত পাড়া কখন যে উত্তেজিত-
ঠাকুর ঘরে ঢুকি- আনতো অশুচি!
এ জগতে তার ছিল না'ক কোন শত্তুর
লেজ গুটিয়ে যেতো সে যদ্দুর ।
তবুও যেন কী ঘটল শেষে,
ফিরে এলেম যবে দেশে
ভ্রমণ সেরে ; শুনি- ঘরেতে নেই টম!
পরে, উঠল গুজব ; পাড়ার পুটে
বললে ডেকে টম নাকি গেছে
মিজোরাম'এ
তবে, ভ্রমণে নয়- পণ্য হিসেবে !
রচনাকালঃ ০১-০৪-১৯৮৮,
DBP
.