যা হওয়ার কথা
হয়ে ওঠে না, অনেক সময়-  সে প্রতিরোধ ...
বেনো জলে তখন ভরে থাকে  
          শখের পুকুর...

এই একটা সময়
যখন নিজের পালিত মাছও বেরিয়ে যায়;
কেউ বলে না-  সে তোমার মাছ...  

ভর আর বহর যখন মিলে তখনই হয় অভেদ্য দেয়াল  
তুমি যখন একা নও

কিন্তু একা হলেও যে প্রতিবাদ করে  অন্যায়ের;
মাথার চুল টেনে-

সে পাতি কাক ।


(রচনাকালঃ  ২৯-১১-২০১৯। )




.