মফস্বলে হ'ল রাত- পেয়াদার ছিল ডিউটি ;
কাঁথা-কাপড় অপছন্দ যে- শুলে, বেঁধে কানপট্টি !
রাত বাড়তেই গুটিসুটি ;
গেরস্থ কহে সভ্রূকুটি-
''শুঁড়বুট্টি বুঁড়বুট্টি পেয়াদা-বাবার কান্ধে উঠ্ ঠি !''
(রচনাকাল : ২৯-০৫-২০১৭ ।)
_______________________
১) শুঁড়বুট্টি (আঞ্চলিক বাংলা) : সুতো বেরিয়ে আসা
জীর্ণ বুটি-যুক্ত কাপড় ।
২) কান্ধ : কাঁধ ।