. শরৎ এসেছে শারদা নিয়ে
ছুটিছে খুশীর হাওয়া;
প্রভাত বেলা দূর্বা শাখে
শিশিরের আলো-খেলা।
শিউলীর মন উথাল পাথাল-
পড়ে ঘাসেতে লুটিয়া।
মৃদু সমীরণ বহে অনুক্ষণ
চামর দুলায় কাশ'এ ;
জল-হারা মেঘ ভাসে আকাশে
'আজিকে ভবঘুরে তা'রা'।
পল্লীর বঁধু নাইয়র চলে
শাড়িতে জড়ায় চোরকাঁঁটা;
এমন সুখের-দিনে আমলকী গো
ছাড়ো তোমার কাঁঁদাকাটা।
স্বচ্ছ আজিকে রুকনির জল
কঠিন যে মাছ ধরা।
ক্ষীণ জালে ধীবর ছুটে
ঘরেতে যে আছে ছোট্ট মেয়ে
নামটি তাহার শ্যামা;
পূজোয় এবার বায়না তাহার
একটি নতুন জামা।
(রচনা কালঃ ২৬-০৯-২০১৬ ও
০৯-০৯-২০১৯ ।)
_________________
* কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসি ।
.