তামিল শব্দেও যে মিলে যায় কত না মিল ;
তাই মনে হয়-  ভাষাটা শিখে হই না কেন সাবলীল ?
কিন্তু, চোখকে যদি কেউ ‘কণ্’ কয়,
কিংবা নাক যদি ‘মুক্কু’ হয়;
তবে তো, তামিল-শেখাটাই হয় ভারী মুশকিল !

(রচনাকালঃ ০৩-০৭-২০১৮ ।)







.