নিশ্চয় জানিও- সে তদ্গত-প্রাণ
প্রিয় নাম শুনে যার মনে আসে বান;
অন্তরে পড়ে মার
আর হারায় গ্লেমার-
যদি না সে পায় প্রিয়-দরিশান ।  

(রচনাকালঃ ১০-১১-২০১৮।)






.