বলো না বিদায়- বন্ধু! যাবার কালে !
তুমি তো ভাবো সবে- মোর ক্ষণিক-স্বপন!
ভাগ্য যদি পরিহাসে, কহি তোমা-কাছে-
কোন দিন, কোন রাত- কোন ব্যর্থ ক্ষণে-
যা কিছু গেছে মোর- সে কি শুধুই গেছে?
আমি যে দেখি সবে- স্বপ্নস্থ স্বপন ।
কোন ঝঞ্ঝা-রাতে সোনালী বালুকা হাতে
দাঁড়াই যদি সৈকত পরে; হোক সে স্বল্প,
তবু যদি গলে পড়ে- অঙ্গুলি-ফাঁক দিয়ে;
যদি না পারি তারে বাঁচাতে, কোন মতে
উত্তাল সমুদ্র ঢেউ হতে; তবু বন্ধু! জেনো-
আমি বলবো তারে- স্বপ্নস্থ স্বপন।
(রচনাকালঃ ২২-০১-২০২০।)
___________________
* কবি Edgar Allan Poe'র কবিতা
পড়ে লেখা ।
.