স্বপ্নের পথ ধরেই
এসে দাঁড়ায় সে (সুন্দরী)
আমার সুমুখে-
যে আমায়
নামায়,
উজান সাঁতারে ।
যখন যাব আমি ছুঁতে
নিদ্রা ভঙ্গে স্বপ্নের মতোই সে,
গেলো চলে দূরে ।
কত-ই যে তখন
যাচ্ছিল ভেসে,
আমার দু'পাশ দিয়ে !
সে ছবি জানি না-
ছিল, রঙীন না কি
সাদা-কালো ;
তবে, আমার ঠিক
মনে আছে,
বলেছিল সে,
যেতে যেতে-
আমাকে পেলে তুমিও
ভাসাবে গা-
'স্রোতে' ।
(রচনাকালঃ ২৮-০২-২০০২, KAL17AV.
কাব্যঃ আলোর স্রোতে ; গ্রন্থঃ তুমি
এলে বলে ।)
.