কাণ্ড কহে- আমি এক আলো-প্রেমী
সূর্য-পানে চেয়ে থাকি উদয়াস্ত ।
মূল কহে-  আঁধারেই সুখী আমি
দেখি, এ ধরণীর রস-সুধা-রাশি সমস্ত।

(রচনাকালঃ  ১৮-০৮-২০১৮।)






.