ঝুঁকে কুঁজো বুড়ি, দেখো-  ছড়ায় শষ্য-দানা ;
খুঁটে খায় সব  যত হংস-ছানা ।
দুধমাতা মোরগী,
কত সে অনুরাগী-
বাঁকিয়ে গ্রীবা, আহা!  করিছে আনাগুনা  !

(রচনাকাল: ২০-০৫-২০১৮,
আসাম । )









.