পদ্ম-পাতায়  শ্রাবনের  বৃষ্টি,
জল-রঙে করে মুকুতা সৃষ্টি।
না পেয়ে তৃপ্তি, ফেলি  তায়
আঁকিতে চায় তারে পুনরায়।


(রচনাকালঃ ০৮-০৭-২০১৭ ।)












.