নোট-খাতার দুর্বিনীত শেষ ক’টা পাতা
কবিতা হওয়ার কথা ছিল
কিন্তু তা না হয়ে তারা হাওয়ায় দুলে;
মনে করিয়ে দিলে- হাজার টাকার বাগান খাইলো
দুই টাকার ছাগলে...
পৃথিবীটা সুন্দর- সে ছাড়াও ;
তাই তার কথা আর ভাবতে চাই নে...
কিন্তু পারছি কই ?
ইচ্ছেও করে-
নববর্ষের প্রস্তুতিতে মুছে দিই
সেই মন-খারাপের সব মুহূর্ত;
গালে হাসির প্রলেপ মেখে নাচি
আর লিপ দিই -
উ-লালাল-লা গানে
নববর্ষে পা দিলেই মনটার কেন এমন হয় ?
রচনাকালঃ ০৮-১২-২০১৮।
.