আমাদের হা-হুতাশে মরে না তো গরু ;
দেখছোই তো-  বাঁচার পথটা ক্রমে হচ্ছে সরু !
ভাগাড়ের মৃত পশুতে
ঐ কারা ভাগ বসাচ্ছে রাতে!
মানুষও কি তবে বিরল-প্রাণীর-পথ-ধরে করছে হাঁটা শুরু?  

(রচনাকালঃ ০৩-০৫-২০১৮।)














.