১)
চরালে লন'এ তাড়া করে দারোয়ান ;
ফুটপাথ মাড়ালে তাড়ায় যে পেডিষ্ট্রিয়ান!
নেইকো মোদের স্থান- এ সংসারে
তাইতো দাঁড়াই এসে মিডিয়ান পরে;
তাও ড্রাইভার কহে- শালা, মস্ত এক সেয়ান!
২)
কনক্রিটায়নের ফলে কমেছে এখন ঘাস ;
তৃণাভাবে পড়ে এখন বাড়ছে আঁস্তাকুড়ে রাশ্ !
খাদ্যের সাথে পলিইথিন
পেটে হচ্ছে চালান দিনদিন;
তা-ই শেষে পেটে জমে- করছে সর্বনাশ!
(রচনাকালঃ ২৯/০৯/২০১৯।)
.