সামান্য
মানুষ এক-  আমি ।
সারা দিন কাটে খেতের মাঠে ।
সমুদ্র-সফর নয় ললাটের লিখন ;
সাগর-জলে অস্তমিত সূর্য-দেখা তো দূর-অস্ত...

বড়জোর ডুবিয়ে দেখতে পারি-
সূর্য-মার্কা বিস্কুট বিকেলের লাল চা’এ !  
  
(রচনাকালঃ  ২৭-০৭-২০১৮ ।)







.