ও ক্ষেপা কবির সঙ্গে একটুও না !
দুপুরের খাবার সেরে সবাই যখন
একটু ঘুমিয়ে, দেখো তাকে সমুদ্র সৈকতে একা-
ঢেউ- না কি গোনছে বালুকা ?
সমুদ্র তো আর একা কবিতার নয়
হাওয়া বইছে তাই উড়ছে ইতিহাসের পাতা …
কবিতা স্বয়মাগতা হলে কিন্তু আর রক্ষা নেই
লিখিয়ে নেবেই; নইলে না লেখার বেদনা
ঘুরে বেড়াবে সমুদ্র ফেনায়
আর বৃথাই র'বে
তুষার-পাহাড়-নদী-নির্ঝরিণী
ফেলে আসা…
সমুদ্র উপলক্ষ মাত্র,
ঢেউই তো দেয় করোটিতে টোকা-
এই বলে মগ্ন চেতন কবির কলম জানায়
ইউরেকা ।
(KAL24122001)
.