মধ্য রাতে অকস্মাৎ, কখনও আমি জেগে ওঠি
উদ্বেগের মার্শ গ্যাস যখন ওঠে পুর্- পুরি ।
কী যেন আমি চেপে গেছি- মনে হয়
বহুকাল সময়ের ঢাকনায় !
সাফ্-সাফা'ই তো ছিল চারি ধার,
ঝকঝকে পথ-ঘাট ;
সচেতন নিজেকে বাঁঁচাতে আমি
সপাটে বন্ধ করে দরজা, ফেলেছি জঞ্জাল
(সীমানার) চার দেয়াল ডিঙ্গিয়ে ।
আজ কোত্থেকে আসছে এতো বদ্-গন্ধ-
দেখি এ হাজার আগাছার দৌরাত্ম্য !
অঘোর রাত যেন অসহায়-
হাত বাড়ায়,
নবীন ঊষার পানে বার বার-
শুধু ইমারত (পলেস্তারা খসায়ে) জানান দেয়-
একটা সঙ্কট আসন্ন সভ্যতার !
(KGP16042001)
.