যতদিন র'বে আকাশ-বাতাস-নক্ষত্রেরা প্রেমও পৃথিবীতে
বেঁচে র'বে ; কালো নির্জন অন্ধকারে নয়নতারা হ'তে
জোনাকির দল- কোন যুবকের প্রথম-বৃষ্টির-জলে ভেজা
পথে ফিরে যেতে দেখে, দু'ভাগে সরে গিয়ে,
পুনঃ দেখা দেবে- একেবারে ঐদিকে যেথা ন্যাড়া শিরীষের
ফাঁক দিয়ে দেখা যায় কাল খণ্ড-টুকরো মেঘের স্রোত ;
তৃতীয়ার ক্ষীণ চাঁদ ডুবে যায় দূরে পাহাড়ের কাল স্তূপে ;
কেঁদে উঠে ঘুমন্ত শিশু কুড়ে ঘরে ; মধুহীন মৌচাক-
মৌমাছি নেই- সাদা ঠোঁট বেঁয়ে ঝরে পড়ে
এক ফোঁটা জল কিসের, সবুজ মসে-ঢাকা আমের নরম ডালে ;
হঠাৎ কিচিমিচি সেই পা-ভাঙা শালিকের সুপারির গায়-
কী জানি কোন ভাবনায় ! জানি আমি, প্রেমের দিন অল্প-
দীর্ঘদিন জিইয়ে রাখে জ্বালা- ভষ্মে-ঢাকা আগুন-
তুমি শুকতারা দেখিয়ে দেয়- পূবের জারুল- বাবুল- তমাল
আর যত আছে খাড়া ; এক দিন ছিলে পশ্চিম আকাশে-
ছিল বিচিত্র রূপের দ্যুতি ; কবে সাঙ্গ হ'ল প্রাণ আঁধারের
অভিসার ! দূর্বা-শীর্ষে হীম হয়ে আছে অশ্রু-
প্রেম সেইখানে জেনেছে কোমলতা ; তবুও স্বপ্নে
জেগে থাকে প্রেম আর দিনের পর হয় রাত-
(রচনাকালঃ ১৯৯০ ।)
.