নিজেকে নিজে ভালবাসলে পরে নিজস্বী ...
নিজ অন্দর ও বাইরের প্রতি অংশ
পিক্সেলে-ধরে-রাখা এ এক অনন্য অনুবাদ...
কিন্তু নিজে যে কী- তা নিজের গুণই বলে ;
তাই স্ক্রীণে নিজেকে চুপসান বা তামাটে দেখলে-
ইচ্ছে করে সব মুছে দিই ;
কিংবা মুঠোফোনটাই ফেলি...
নিজস্বী মানেই পক্ষপাতিত্ব ; আত্ম-প্রশংসায়
অন্যের সৌন্দর্যকে পশ্চাদপটে রেখে
একটা যুগের ডিজিটাল ছবি-আর্কাইভ...
(রচনাকালঃ ২৬-০৭-২০১৭ ।)
.