ভালোবাসিলে সে যেন ভালোবাসে মোরে;
লোকে  পাছে কিবা বলে তাই ভেবে কেন
বা থাকি  দূরে?  কাজলে  আঁকিয়া  নয়ন,
সিক্ত  করে  যে পিরিতি-রসে; হৃদি-পরে
লেখে  যে  স্বজন   তার  আঁখির   পরশে-  
সে এসে বলে সুমুখে- 'মোরে ভালোবাসে'-  
যেন  তা  না  করিতে  হয় ! আকুল প্রাণে  
নয়ন   পিয়াসে-   যেন   যাই   দরিশনে ।

ভালোবাসিলে জানি সে ভালোবাসিবে যে;
লোচনে ধরা-পিরিতি, ঝরে  যে  না-মজে।
বাহু  পাশে  ধরা   দিতে  চাহিলে,  ধরিব-
সে   কারণে  যত   হয়   বাহানা   করিব;
মোর-স্মরণ    সিন্দুরে    তিলক   পরিয়ে  
রেখে  শেষে,  আমি  গাহিব  তৃপ্ত  হৃদয়ে।

(রচনা কালঃ ০৭/১০/২০১৬)












_________________________
বি.দ্রঃ  এই কবিতার প্রথম লাইন ও  বাঁ-প্রান্তের
অক্ষর-সমূহ (উপর থেকে নিচে) এক  ।