যা, যা! পিউকাহা! গাস্ নে রে তুই আর
কুহু কুহু গান ! তোর গান শুনি, জাগে
মনে যে হারানো-প্রিয়া! কোন সে যুগের
ওপার হ’তে আসি- কী ব্যথা বুকে লাগে;
মন কাঁদে, আঁখি উঠে জলেতে ভরিয়া !
প্রতি শাওন-ভাদরে নাই তোর দেখা;
কাঁপে যবে শীতে হিয়া, যাস্ পলাইয়া ।
কী সুখের তরে, গাস্ আজি, ওরে ন্যাকা!
মোর মনে, ফিরে কেন সে আসে ফাগুনে-
ঋতুরাজ ডাকে যবে মোহন বাঁশীতে,
পলাশের রক্তরাগে ! আজ সমীরণে
সাজানো বাগানে, তোর ও গানে, চকিতে-
ওরে কোয়েলিয়া, উঠে কোন্ শিহরণ !
বাঁধিয়া রাখিতে নারি, হিয়া রে এখন।
(রচনাকালঃ ২৬-০২-২০১৭ ।)
.