.                    শব্দ হারিয়ে যায় শব্দের ভিড়ে
                       কথায় ভিজে না তখন চিঁড়ে ।

                           আলাপচারিতা,
                   আবহ-সঙ্গীত ব্যস্ততা-

       'অনুকূল পরিবেশেই অঙ্কুর' কথার শিকড়ে ।





(রচনাকাল: ২০/১১/২০১৬ ।)