.      
          (১)

       মুক্ত ভাবনা
  উড়ে  যে  উর্দ্ধপানে
     বসে সে গানে ।


           (২)
  
       বাঁধন হরি,
   তরুর   সুখ  ত্বরি,
      পাতা জানায়।

    
           (৩)

       সুন্দরী ছায়া-
    তরুরই  সে  তবু
       থাকে অধরা।


__________
* সেনরায়ু ৩'টি কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের
কাব্য ভিত্তিক ।