পাড়ায় এসে নব বঁধু  তুলে নিলে ঘরে-
কতক  পথ-বেড়াল  আগ্রহ-ভরে ।

শুভক্ষণে যবে, তার কোলে
এল এক টুকটুকে ছেলে-

বেড়ালের ঠাঁই হ'ল ফের আঁস্তাকুড়ে ।


(রচনাকালঃ ২৪/০৩/২০১৭।)





.