শ্রম-ক্লান্ত  হ'লে   আমি  বিছানায়  যাই
ক্লান্ত  অঙ্গের  সে-ই তো মনোরম ঠাঁই ।
শুরু   হয়   আনকাজ   করোটি-পরতে ;
অবসাদ   ধুঁয়ে   নিই   মনো-সরসীতে।
ভাবি  আমি  একা মনে, রহিয়া  সুদূরে ;
সেথা  হ'তে  ছুটে  যাই  তব  অন্তঃপুরে-
আঁধারে   অন্ধ    যেমন   পলক-বিহীন
পসারিয়া  রাখি  তার  আঁখি  নিশিদিন ।

মম  অন্তরাত্মা  মাঝে কী  যেন উদ্ভাসে ;
মণি-খচিত   নীলাভ   নিশীথ   আকাশে-
কে যে মায়াবিনী হয়ে আসে! চেয়ে দেখি-
ফেলিয়া   বিরস   রূপ,  তুমি  চন্দ্রমুখী !
অমনিই  ছুটে  অঙ্গ-  দিনে; রাতে-  মন;
নিজের শান্তি- জানি  না, কোথায়-কখন!


(রচনাকাল : ০৫/০৩/২০১৭ ।)











.
__________________
বিঃদ্রঃ উইলিয়াম সেক্সপীয়ারের সনেট
পড়ে কবিতাটি লেখা ।