তার কথায় মিষ্টি ছিল ;
কতটা প্রেম ছিল এখন বুঝতে পাচ্ছি...

দূরত্ব রেখেই চলছিলাম ;
একটা চুম্বক যেন সে ব্যবধান শূন্যতে
এনে দাঁড় করাল...
এমন একটা দিন ছিল না
দশটা মিনিট চোখের আড়াল হয়েছি-
মোবাইল ফোন বেজে উঠেছে ...

এখন কত সময়, নিজ কক্ষে পড়ে থাকি...
খবর নেই !
কখনও ওঘরের এসএমএস-আগমন-ধ্বণিতে
রিং রিং করে ওঠে শরীর
তবুও তাকে আর বুঝি না...

অঙ্কের ছাত্র সে ;
তার অঙ্কটাও যে মিলল না...
আর মিলবে কি কখনও ?

বড় ভুল হয়ে গেলো- শরৎবাবু !
আপনার কথাই স্মরণ করছি-

‘মতের মিলটাই বড়’ ;
মনের মিলটা বড় উদ্বায়ী!

(রচনাকালঃ ২৭-০৬-২০১৭ ও
০৪-১২-২০১৭ ।)










'