.                     (গান)

রঙ্গ জানা নাই রে আমার  ঢঙও জানা  নাই ;
বিশ্বে হেথা ছড়িয়ে আছে, আমার হাতে নাই।
তোমায় আমি কি দেব, ভাই! ভেবে না পাই!
হৃদয়-কথার কলি ছাড়া, দেবার  কিছু নাই ।
রঙ্গ জানা নাই রে আমার  ঢঙও জানা নাই ।

(রচনাকালঃ ১৯৯০ ।)











.