অন্ধকার পথে ধারালো অস্ত্র...  
ফিনকি ওঠা রক্তে পথ হয়  কি নিশ্চুপ?

রক্তের রঙ বোঝে না রাত  
তাই বুঝি অন্ধকারে দেখায় কালো...

যে খোঁজে না জাত-পাত
সে তো এক ফুল ; দিন-রাত
মানবতা বাঁচিয়ে রাখা ‘অভিলাষা’
আর তার পার্থিব ভালোবাসা...

ছদ্মনাম না হোক, ফুলটার একটা
নাম দরকার;  বেছে দিলাম-
‘রক্তকরবী’ ।

রচনাকালঃ ২৬-০৮-২০১৭।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)






__________________
কবিতাটি কিশোরী অভিলাষা চালকি’র
উদ্দেশে। অভিলাষা তার বাবার প্রদত্ত
জন্মদিনের-উপহার ট্যেব-কেনার-টাকা
সে বাবাকে ফিরিয়ে দিয়েছিল মেয়ে-
জন্ম-দেওয়ার অপরাধে প্রহৃত ও
বিতাড়িত হওয়া কোন এক মা
( নুরজাত) ও তার মেয়ের হাতে
পৌঁছে দিতে । অভিলাষার বাবাও
সেই মায়ের হাতে টাকাটা পৌঁছে
দেন । নুরজাতের সাথে কথাও হয়
ফোনে  হঠাৎ-পাওয়া-মেয়ে
অভিলাষার ।