ফুলের রানী গোলাপ,
               সুগন্ধ তোমার অলঙ্কার-
                                 মধুর হাসো উপবনে...

ক্ষয়ে যাওয়া কলিরাও জানি রাঙাতে চায় সমানে;
হেলে, দোলে, ঝরে পড়ে নিদাঘ-পবনে ।
গোলাপের গন্ধ কিন্তু মধুরতম হয় মধু-মরণে
আর তোমার বেলাও তাই, প্রিয়ে!
প্রাণবন্ত যৌবন হারালে
হবে কবিতা-

ঊর্ধ্বপাতনে ।





(রচনা কাল:  ০৯/১০/২০১৬)