রীল থেকে হিসেব-বহির্ভূত সুতো
নিয়ে রাখলে বাড়ে বিপত্তি...

সুতোর জট খুলতে এসো না ;
খুলতে গেলে প্রায়শই সে আরও জট পাকায় ।
তাই,  কবে থেকে সূচ-সুতো রেখেছি  
কিট-বাক্সে আঁধার ঘরে; আর- বকেয়া সেলাই ?
বেশী না বলাই ভালো

কিন্তু কখন যে এক-গজ সুতো
কা'র আবশ্যিক হয়ে ওঠে- কেউ জানে না;
      প্রয়োজন না মিটলে তো আছে
                   হেঁচকা টান...

অতঃপর            
নৈঃশব্দ্যের মর্মমূল ভেদ করে ফুঁসে-  চাপা আক্রোশ ;
নিবিড় ছায়ায় বসে থাকা পাখিটিও আড়ি পাতে;
উঁকি মারে-  কিছু কি জানতে চায় ?  

'হচ্ছেটা কী' ?      

(রচনাকালঃ ২৬/০৮/২০১৯।)





.