ধার বস্তু কাটলে পরেও ধার...

ধার দৃষ্টি কাড়ে ; ভয়ও জাগায় ;
লোকে তাই  নিজেকে একটা নিরাপদ দূরত্বে রাখে ;
অনেকে আবার- ধারের ধার ধারে না...

চেহারার কি কোন ধার হয় ?
কোন কোন মানুষের জন্য  কত অদৃশ্য কাটা-চেরা
হয়ে যায় মনের ভিতর ;  আর সম্পর্ক যেখানে দাড়িয়ে
স্বার্থের বন্ধনে, সেখানে কথার মিছরি-ছুরায়
                             কখন যে রক্তাক্ত হৃদয়  

কিন্তু ক' জন জানে- এ ধারই কখন যে  
কাল-ভাবনায় ;  দেহ-বৃক্ষের তড়িৎ-প্রবাহ ;
ছড়ায় ডালে-ডালে
              কিংবা
                    পা-তা-য়
          
আর দুলে ওঠে অর্কিড ফুল...

রচনাকালঃ ২৬-১২-২০১৮
ও ০৫-০১-২০১৯।    










.