১)
সর্টকাট পথে
তার বাড়ি যেতে লেগেছিল বিছুটি পাতা ।
কী সে জ্বালা ! ... যার গায়ে লেগেছে
সে-ই জানে ।
অগত্যা- পৌঁছনো আর হয় নি...
এখন সে জ্বালা আর নেই;
তবুও চুলকোয়,
কখনও-সখনও
হাতের পর্ব-সন্ধিতে
আঙুলের ডগার কিছু আগে !
২)
তখন তার ঘরের পাশ দিয়েই ছিল যাওয়া আসা...
চোখে পড়তো- দাওয়ার কাছে বালতি-ভরা জল
অতিথির জন্য ; তা'তেই সবার পা-ধোয়া আঁজলা করে ;
তারপর, বৈঠকখানায়...
মাঝখানে সব উলট-পালট হয়ে গেলো
কোন দমকা হাওয়ায় ...
এখন পায়ের পাতা ডুবে আছে হাঁটু জলে;
ইচ্ছে হয়- পা ধুয়ে উঠি
বসি- কোথাও
কিন্তু একটা হাত, পা'এর কাছে নিলেই
অন্য হাত
হাওয়ায় যেন জল ছেটায় !
(রচনাকালঃ ১৭-০৯-২০১৮।)
.