চূণের নাম জানে- পাহাড়,
বালুর নাম জানে- নদী ;
তবে, পোড়া কপাল- ইঁটের নাম ?

তা জানতে হলে, একটু কষ্ট করতে হবে ।
একটা ছোট্ট এস্কারসন চাই ।  ফিল্ড-বুকটা বন্ধ রেখে
একটু সকাল-সকাল বেরিয়ে পড়া- আর কি ;
শহরে-আসা দেহাতি মানুষের ভিড় ঠেলে, যেতে হবে- গ্রামে ;
খালি পায়ে হাঁটতে হবে কিছুটা; পৌঁছতে সন্ধ্যাও হ’তে পারে ;
উত্তম- একটা রাত ইঁট-ভাটি লাগোয়া পলিইথিনের চালা ঘরে থাকা !
ঘরে ঢুকলেই ধোঁয়ায় চোখ দুখবে ;  
ক্ষীণ আগ্রহে একটু এগোলে চোখে পড়ে যেতে পারে
ঝকঝকে কোদালের তাওয়ায় কিছু লোকের রুটি সেকা ;
তখন চকিত আগ্রহে জানতে ইচ্ছে করবে
তরকারি-পাত্রে কি–ই-বা রয়েছে ?

কিন্তু অলক্ষ্যে যদি তার ক্ষুধিত কোদালে
নিজের মুখ দেখে ফেলো ?
পালিয়েই  আসতে হবে তোমাকে-

তখন মশলার হিসেব ভুলে যাবে- কোনটা কত  !

রচনাকালঃ ২১-০১-১৯৯৮ ।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)
  













.