হে, দারিদ্র!  নিষ্ঠুর যে বড়! কোল  হতে
কেড়ে  নিলে,  জন্ম-ক্ষণে- প্রথম সন্তান!
সহি  যে আমি গঞ্জনা শত   দিনে রাতে!
অর্থমূল্যে  বেচি  দিলা  বাপে  সেই  দান
বিধাতার !    রহিলাম   কেন   মূঢ়া-সম
প্রসব-রাতে ?  অমৃত   যে  প্রসূতি  স্তন্য
অপচয়ে   করে   গেছি   ব্যথা  উপশম!
এ মা'কে, হায়! করিবে সে কী আর গণ্য!

ক্ষুদ্র পৃথিবী-  কে  বলে  বঞ্চিতের  সনে  
হবে নাকো দেখা! আছি পুত্র-কন্যা লয়ে
তবুও যে  হৃদি  মোর ধায়  তার  পানে!
নিশীথের    বাণ-ভাসি    কুটির-আশ্রয়ে
যথা- ভাবে অন্তরে, সে স্থান  মহা দামী;
গৃহছায়ে-  তবু,  হায়!  অভাগিনী  আমি!


রচনাকালঃ ০৩-০২-২০২০।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)












_____________________
*  এক   ভাগ্যহীনার-   কোন   নিঃসন্তান
দম্পতিকে   সন্তান-দান  ও  তার  নিজের  
পুনঃ   বিবাহ-পরবর্তী   জীবনকে    ভিত্তি
করে লেখার এক প্রচেষ্টা ।




.