প্রজাপতি মন মেলেছে তার ডানা
কোথা যাবে- নেই কোন মানা।
তুমি ফুল বনে- রচো ইকেবানা ;
ব্যাধ হয়ে কে, দেখো ধরেছে নিশানা ?
প্রেমিক-মন হায়, খুঁজে কত শত বাহানা !
(রচনাকালঃ ১৪-১১- ২০১৬ ।)
.