যত্নে কুড়ানো খড়কুটো সঙ্গে  
            আর জ্বালানি-উত্তাপও
                     সময়ের সমীকরণে...  

সেঁকে নিয়েছো কি হাত-পা ?

ত্বক পৌঁছে দেয় তাপ অন্তরে ও প্রান্তরে ;  
  চোখ-মুখ তপ্ত হলে পরে দেহাঙ্গন জুড়ে
                 আয়োজন পৌষ মেলার...

দেখতে দেখতে
আগুন ঘিরে মানব-চক্র  
  উদ্দীপ্ত হিম-কথারা; ইচ্ছাগুলো স্ফুলিঙ্গ;
                  ঊর্ধ্বমুখী  হলে যে বাঁচে
                             এ পতঙ্গ জীবন

এসো- আগুন দ্যূত !
          পোড়ার আগে

                         গলাও হিম-চাঙড় !


(রচনাকালঃ ২৫-১২-২০২৩
401 SERVATS)








.