প্রকাশিতরা নন্দিত উড়ানে ওড়ে-
ফুল থেকে যেন প্রজাপতি ;
মেলে ধরে আপনারে-
দৃষ্টির সীমানা ছাড়ি !
অপ্রকাশিতরাই শুধু বসে মুখোমুখি-
যেন, একে অন্যের দুখে দুখী ;
কথা হয়- কথা শোনে কবি ;
দুর্বল সন্তানেরে যেমন পিতা
আদরে নেয় কোলে তুলি-
কল্যাণ হাত বুলায় হাতে;
এক নীরব ভালোবাসার ছবি ।
প্রকাশ কখন এসে-
আসরে জাঁকিয়ে বসে ?
ডেকে নেয় এক-এক করি !
ভয়-বোধ হয় বুঝি-
কবি যেন একবার তাই -
রিক্ত হয়, ভাবের ঘোরে,
নিজের ঘরেই ।
(রচনাকালঃ ১৯/১২/২০১৬ ।)
.