অনেক সময় গেল, ছবি আঁকলাম-
তুমি দেখে অনায়াসে বললে- সুন্দর !
অনেক কষ্টে-লেখা একটা কবিতা পাঠ করলাম-
তুমি বললে- তাও সুন্দর ।
অনেক গলা সেধে একটা গান করলাম-
তুমি বললে- সেই সুন্দর ।
ভাসতে ভাসতে, তোমাকে যেই
ভালোবাসার কথা বলতে যাওয়া-
তখন আমার- ফাটাফাটি ;
বললাম অনেক ক্লেশে- ভালোবাসি ।
তুমি চুপ-হয়ে-যেতে দেখেই-
বুঝি-
আরও অনেক কিছু শেখা-
এখনও বাকি !
(রচনাকালঃ ০৪/১২/১৯৯৯ ।)
.