সাগর আর মন-
এ দু’য়ের মাঝে, কোন মিল আছে ?
সারা দিন, সারা রাত গতিময় বসুন্ধরা -
চন্দ্রাভিসারে সাগর-জলকণা ;
অফুরান লহর-মালা, জোয়ার-ভাঁটা ।
লেখা-মোছা সৈকত জুড়ে-
এ কা’র 'হাতে খড়ি'
সারাটা বেলা !
জ্ঞান-গম্যি নেই, আসি বালুকা বেলায় ;
খুঁজি নুড়ি । মনের এ বিপুল
সাগর জলে যেন ঢেউ ওঠে
জীবনের সায়াহ্নে এসে ;
চেয়ে রই অনিমিখে ।
সাগরে এলেই,
একটা মিল যেন খুঁজে পাই-
জীবনের যত ধুয়ে-মুছে-আনা,
থিতিয়ে দিয়ে কি
ভালোবাসার কোন নতুন সৈকত রচনা ?
রচনা কালঃ ০৯/১০/২০১৫