. ( ৫)
প্রফুল্ল ফুল,
বৃক্ষ-শাখা-পল্লবে
অশ্রু-বকুল ।
(৬)
ধরা'র তারা-
কা'রে করো ইশারা ?
জোনাকি তোরা ।
(৭)
অস্তের রবি,
ঈর্ষার ছবি ; কহে-
যাঃ শুক্লা-শশী !
( ৮)
প্রেম- আনন্দ
ক্ষণিকের ; বেদনা
নাছোড়-বান্দা ।
(রচনা কালঃ ২৪/১০/২০১৬ ।)