এসেছি যখন নিশ্চয়ই যাব ।
কেউ ডাকে নি আমায় আসতে,
কেউ বলবেও না যেতে ।
হেঁটে হেঁটে পায়ে ধুলো উড়িয়েছি কত-
সময় গেছে, এখন জীবনের সব ধুলো থিতু ।
কত সাঁঝ-সকালে এসেছি- তখন তুমি সবে ভালোবাসো ;
এখনও দুপুর হলে দোয়েল শিস দেয়- এসো, প্রিয় এসো !
ঘুমোলে শুনি, ছেলে বলে- বাবা, তোমার কাছে শুব ;
তোমাদের ছেড়ে বলো, আমি কোথায় যাব !
যাব, নিশ্চয়ই যাব-
সেদিনও তো বেরিয়েছিলাম-
তুমি ওমন হাত বাড়ালে- আমার
সাড়া না দেওয়া অসম্ভবই ছিল ।
সময় হলে-
এবারও যাব ;
তবে, একা যাব না,
তোমাদেরও সঙ্গে নিয়ে যাব ।
(রচনা কালঃ ২১/১০/২০১৬)