সুন্দর- সে তো জন্মের পাওয়া ধন ;
তা'তে কী ভরে মন ! চাই প্রসাধন ।
আশ মেটে না, লেখা যা'র বৃত্তি,
তাই বুঝি, করে সে আবৃত্তি ।
তবুও চেয়ে থাকে দু'জন-
স্বীকৃতিই কিবা প্রয়োজন ?
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.