ভলোবেসে জেনেছি- সে যে
ভালোবাসে আরও কা'রে ।
সে-কথা জেনে, অবাক আমি-
আঘাত দিয়েছি তারে !
ভালোবাসার সুদীর্ঘ পথে নামি-
কতটুকু হেটেছি যে
বলবো, প্রেমিক মনের কাছে-
'কাছের মানুষ আমি' ?
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.