. হে 'স' ! প্রিয়তমার নামের আদ্য অক্ষর !
এখানেই আমার বর্ণমালার কৃষ্ণ-গহবর ।
শুনি তোমার বর্ণময় স্বর,
অলক্ষ্যে দেখি, রকমারি ব্যঞ্জন বর্ণ-সম্ভার ।
জানি- ভালোবাসা-টান'ই তো সংক্ষিপ্ত করে তব নাম-সত্তার ।
.