(ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির
প্রেক্ষাপটে রচিত)
ঘর বুঝি আর চমকাবে না যতই লাগাও চুন-তেল
খুকুমণি হাসবে না যতই দেখাও কথার খেল ;
ঢ্যাং কুড়া কুড় বাদ্য বাজে গ্রামান্তরে,
খুকুর পিতা যুদ্ধে আজি- কী ভাবে সে অন্তরে !
কথা ছিল, নতুন জামা সঙ্গে করে, চাপবে পিতা পূর্ব-রেল !
(রচনা কাল: ০৬/১০/২০১৬)